Khoborerchokh logo

রংপুরে র‌্যাব-১৩ অভিযান চালিয়ে ৫৯ কেজি গাঁজাসহ ১জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে । 113 0

Khoborerchokh logo

রংপুরে র‌্যাব-১৩ অভিযান চালিয়ে ৫৯ কেজি গাঁজাসহ ১জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ।

শাহ মোহাম্মদ রায়হান বারী,রংপুর ব্যুরো
করেছে বলে জানাগেছে। অদ্য বুধবার সকালে মহিপুর গ্রামস্থ মিল্কভিটা অফিসের সংলগ্ন রংপুর গামী পাকা রাস্তার পূর্ব পার্শ্বে মিল্কভিটা অফিসের সামনে রংপুরগামী রাস্তা পূর্ব পার্শ্বে এ ঘটনা ঘটে।র‌্যাব-১৩ মিডিয়া অফিসার এএসপি সিদ্দিক আহমেদ বলেন,গোপন সংবাদের ভিওিতে র‌্যাব-১৩, রংপুরের ব্যাটালিয়ন সদর ক্যাম্পের একটি আভিযানিক দল আজ সকালে রংপুর জেলা গঙ্গাচড়া থানাধীন মহিপুর গ্রামস্থ মিল্কভিটা অফিস সংলগ্ন মহিপুর থেকে রংপুর গামী পাকা রাস্তার পূর্ব পার্শ্বে মিল্কভিটা অফিসের সামনে সন্দেহ ভাজন ০১টি মিনিট্রাক তল্লাশী করে। তল্লাশী চলাকালে আটককৃত মিনিট্রাক এর পিছনের  খালি ক্যারেটের ভিতরে লুকানো অবস্থায় ৫৯ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী মোঃ আমিনুল ইসলাম (২৮), পিতা- মোঃ আব্দুল মালেক, সাং-শুভার কুটি, পোঃ- হলোখানা, থানা ও জেলা-কুড়িগ্রাম তাকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, কুড়িগ্রাম থেকে বোঝাই হওয়া গাঁজা বগুড়াতে সরবরাহ করার কথা ছিল। এছাড়াও সে মিনিট্রাকে কাঁচামাল পরিবহনের নামে দেশের বিভিন্ন স্থানে মাদকের চালান পৌঁছে দেওয়া এবং দীর্ঘদিন মাদক ব্যবসার সাথে তার সম্পৃক্ত আছে বলে সে স্বীকার করে।
তার সাথে জড়িত অন্যান্ন মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি আরও বলেন, র‌্যাব-১৩ প্রতিষ্ঠালগ্ন থেকেই যে কোন ধরনের সন্ত্রাসী, অপরাধী, অপহরণকারী, জঙ্গি গ্রেফতার, অবৈধ অস্ত্র, মাদক, অপহৃত ভিকটিম উদ্ধারসহ রাষ্ট্র ও সমাজব্যবস্থার বৈরী যে কোন পরিস্থিতি মোকাবেলায় সার্বক্ষণিক কার্যক্রম পরিচালনা করে থাকে। তারই ধারাবাহিকতায় আজকের এই অভিযান।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com